ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিত মেয়র আতিকের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫১ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
প্রধানমন্ত্রীর সঙ্গে নবনির্বাচিত মেয়র আতিকের সাক্ষাৎ

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (১ মার্চ) রাত পৌনে ৮টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

এসময় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্য, ঢাকা উত্তর আওয়ামী লীগ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, ফারুক খান, মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া, ঢাকা উত্তর আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য সাদেক খান প্রমুখ।

ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৯
এমইউএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।