ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক পর্যটন নগরী হচ্ছে মুজিবনগরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক পর্যটন নগরী হচ্ছে মুজিবনগরে সংবর্ধনা অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের প্রথম রাজধানী ঐতিহাসিক মুজিবনগরকে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক আন্তর্জাতিকমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে মেহেরপুর জেলার এ মুজিবনগরে একটি অত্যাধুনিক কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে এর সম্ভাব্যতা যাচাই করতে মুজিবনগর সফর করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

শুক্রবার ( ১ মার্চ) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে মেহেরপুর জেলা সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক এবং বিস্তারিত ইতিহাস জানানোর সব ব্যবস্থা মুজিবনগর কমপ্লেক্সে থাকবে। সেখানে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের একটি দুর্লভ প্রতিকৃতি থাকবে।

তিনি বলেন, মুজিবনগর কমপ্লেক্সে থাকবে একটি দৃষ্টিনন্দন লেক। লেকের চারপাশে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও মুজিবনগরের ইতিহাস লিপিবদ্ধ থাকবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীরা লেকের চারপাশে হাঁটার সময় এর ইতিহাসগুলো জানতে পারবেন। এখানে একটি সিনেপ্লেক্সও নির্মাণ করা হবে, যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে। লেকের দর্শনার্থীদের জন্য বডিংয়ের ব্যবস্থাও থাকবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীরা যাতে কয়েকদিনের জন্য এ মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক পর্যটন নগরীতে সময় কাঁটাতে পারেন। সেজন্য অবকাশ যাপনের জন্য আবাসিক হোটেলও থাকবে।

এছাড়া মুজিবনগরে একটি শিশুপার্কও নির্মিত হবে। রেস্টরুম থাকবে। এজন্য আরও প্রায় ৩৭ একর জায়গা অধিগ্রহণ করবে সরকার। সবশেষে দর্শনার্থীদের জন্য একটি ‘ওথ স্পেস’ থাকবে। মুজিবনগর পরিদর্শন শেষে সবাই ‘ওথ স্পেস’-এ দেশের স্বাধীনতা রক্ষা এবং দেশ ও জাতির উন্নয়নে শপথ নেবেন।

ফরহাদ হোসেন বলেন, ঐতিহাসিক মুজিবনগরসহ অবহেলিত মেহেরপুরের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। মেহেরপুরের সরকারি হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তোলারও চিন্তা করছে সরকার। এছাড়া মুজিবনগরের সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এ প্রকল্পে প্রায় এক হাজার ৫০ কোটি টাকা ব্যয় হবে।

অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুলসহ মেহেরপুর-২ আসন গাংনী থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইদুজ্জামান খোকনকেও সংবর্ধনা জানায় ঢাকার মেহেরপুর সমিতি।

অ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবর্ধনা কমিটির আহ্বায়ক তৌফিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দাতো একরামুল হক, সমিতির সাধারণ সম্পাদক ডা. এস এম এ খালেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ১ মার্চ, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।