শুক্রবার (১ মার্চ) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেন তিনি। এসময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে ড. মোমেন দু’প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতার বিষয় তুলে ধরেন। তারা দু'জনেই নিরাপদ ও টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে আবুধাবি গেছেন। সেখানে সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও তিনি ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শাহিদ ও ডি-৮ এর মহাসচিব দাতো কু জাফর কুশারির সঙ্গে বৈঠক করেন।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
টিআর/ওএইচ/