ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে কলেজ শিক্ষকের বাড়িতে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
কালিগঞ্জে কলেজ শিক্ষকের বাড়িতে চুরি

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় কলেজ শিক্ষকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরেরা ১৮ ভরি স্বর্ণসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার নলতা ইউনিয়নের ইছাপুর গ্রামের বাসিন্দা শ ম মমতাজুর রহমানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। শ ম মমতাজুর রহমান কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক।

শ ম মমতাজুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে কলেজ পড়ুয়া ছেলেকে বাড়িতে রেখে তিনি পরিবারের অন্যদের নিয়ে কালিগঞ্জের বসন্তপুরে বিয়ের অনুষ্ঠানে যান। বিকেল ৫টার দিকে তার ছেলে শোভন বাড়ি থেকে কিছু সময়ের জন্য বাইরে গেলে চোরেরা বারান্দা ও ঘরের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারিতে রক্ষিত প্রায় ১৮ ভরি স্বর্ণ নিয়ে গেছে। সন্ধ্যায় বাড়ি ফিরে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে তিনি থানায় অবহিত করেছেন।  

এঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এ কলেজ শিক্ষক।  

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, এ বিষয়ে কেউ এখনো থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।