ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে হত্যা মামলায় নারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
মাদারীপুরে হত্যা মামলায় নারী গ্রেফতার

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে আওয়ামী লীগ কর্মী শাহেব আলী হত্যা মামলায় ওই ইউনিয়নের চেয়ারম্যানের স্ত্রী মনি বেগমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১ মার্চ) গভীর রাতে মাদারীপুর শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  

মনি বেগম শাহেব আলী হত্যা মামলার প্রধান আসামি কালিকাপুর ইউনিয়ন চেয়ারম্যান এজাজুর রহমানের স্ত্রী।

উল্লেখ্য, স্থানীয় আওয়ামী লীগ কর্মী শাহেব আলীর সঙ্গে কালিকাপুর ইউপি চেয়ারম্যান এজাজুর রহমানের দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল।
শাহেব আলী মাতুব্বর গত বুধবার সকালে পাঁচখোলা ইউনিয়নের আনন্দবাজার এলাকা দিয়ে মাদারীপুর শহরে আসছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে কুপিয়ে জখম করেন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ওই দিন বিকেলে তিনি মারা যান।

মাদারীপুর সদর থানার তদন্তকারী কর্মকর্তা মো. বারেক হোসেন বলেন, এ ঘটনায় শুক্রবার (১ মার্চ) সকালে শাহেব আলী মাতুব্বরের স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সদর উপজেলা কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজুর রহমান আকনকে প্রধান আসামি করে ৫২ জনের নাম উল্লেখ করা হয়।  
 
এ ঘটনায় শুক্রবার রাতে মাদারীপুর শহর থেকে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, গত রাতে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।