ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলবাহী ট্রাকচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলবাহী ট্রাকচাপায় পথচারী নিহত দুর্ঘটনা কবলিত ট্রাক। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার শান্তিমোড়ে ফেনসিডিলবাহী ট্রাকচাপায় মো. শফিকুল  ইসলাম  (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

শুক্রবার (১ মার্চ) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর গ্রামের মো. জুলফিকার আলীর ছেলে।

 

পুলিশ জানায়, রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে একটি ট্রাক ফেনসিডিল নিয়ে জেলার বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ট্রাকটি কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবির সদস্যরা মাইক্রোবাস নিয়ে ট্রাকটি ধাওয়া করে। ধাওয়া খেয়ে ট্রাকটি বেপরোয়াগতিতে চলতে থাকে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া বিজিবির চেক পোস্টে ট্রাকটি ব্যারিকেট দেওয়ার হলে ট্রাকের চালক ব্যারিকেট ভেদ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দ্রুতগতির ট্রাকটি মহানন্দা সেতু টোলঘর অতিক্রম করে শান্তিমোড়ে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে শফিকুল নামে এক পথচারীকে চাপা দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে পুরো এলাকাটি বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ট্রাকের চালক রাজশাহী গোদাগাড়ী উপজেলার ইদুলপুর  গ্রামের মো. আল্লাস হোসেনের ছেলে মো. আরিফুল ইসলামকে (২৪) আটক করা হয়। এছাড়া ট্রাকে তল্লাশি করে তিনটি বস্তা থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) টিএম মোজাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় দুটি মামলা দায়ের হবে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।