আটক যুবকরা হলেন-পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বুড়িরচর গ্রামের খালেক তালুকদারের ছেলে বাবু (২১), একই গ্রামের আমীর আলী খানের ছেলে আব্দুর রহিম খান (২০), একই উপজেলার পাতাঘাটা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে সাগর (২৫), আলাউদ্দিন হাওলাদারের ছেলে বাবুল (২৪) ও গোলবুনিয়া গ্রামের মজনু হাওলাদারের ছেলে মেহেদী হাসান (২৬)।
নিশান বাড়ি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, সিঁদ কেটে শরণখোলা উপজেলার ধানসাগর গ্রামের ঘের ব্যবসায়ী বুলবুল হাওলাদারের ঘরে ঢুকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালানোর সময় এলাকার লোকজন ধরে ফেলে ওই যুবকদের।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার ঘটনাস্থল থেকে বলেন, ব্যবসায়ীর বাড়িতে সিঁদ কেটে স্বর্ণালঙ্কার ও নগদ ৫ হাজার টাকা চুরির ঘটনায় আমরা মঠবাড়িয়ার পাঁচ যুবককে আটক করেছি। আরও একজনকে শনাক্ত করা হয়েছে, তাকেও আটকের জন্য অভিযান চলছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
আরএ