শনিবার (২ মার্চ) সকালে শহরের জামতলা এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাংলানিউজকে জানান, পা ভাঙা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ধারণা করা হচ্ছে নির্মাণাধীন ভবনের সাত তলা থেকে ওই নারীকে ফেলে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান এসআই ফজলুল।
এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মার্চ) সকালে উপজেলার কাইক্কারটেক কাফুরদী এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, গলাকাটা অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মনিরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
আরআইএস/