ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শি‌ক্ষিকার মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
গাজীপুরে শি‌ক্ষিকার মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুর সি‌টি করপোরেশনের বাঘিয়া এলাকা থেকে মমতাজ বেগম (৫২) নামে এক শি‌ক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।

শ‌নিবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। মমতাজ খুলনা সি‌টি করপোরেশনের দৌলতপুর থানার মহেশ্বরপাশা উত্তর ব‌ণিকপাড়া এলাকার মো. আরঙ্গজেব খান দুলুর স্ত্রী এবং গাজীপুর সি‌টি করপোরেশনের বা‌ঘিয়া এলাকার মৃত বছির উ‌দ্দিন সরকারের মেয়ে।

 

পু‌লিশ ও এলাকাবাসী জানায়, ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকায় প‌রিবারসহ ভাড়া থাকতেন মমতাজ। ‌তিনি পূর্ব নাখালপাড়া হ‌লি মডেল কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষিকা ছিলেন। শুক্রবার (১ মার্চ) ‌বিকেলে ঢাকা থেকে গাজীপুর সি‌টি করপোরেশনের বা‌ঘিয়া এলাকায় বাবার বা‌ড়ি যাওয়ার উদ্দেশে বের হন মমতাজ। পরে আর বাবার বা‌ড়িতে যাননি তিনি। সকালে বা‌ঘিয়া এলাকায় এক‌টি প‌রিত্যক্ত বা‌ড়ির সীমানা প্রাচীরের ভেতরে মমতাজের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ‌

গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এমদাদ হোসেন বাংলানিউজকে জানান, সকালে ওই নারীর মরদেহ উদ্ধার করে‌ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে  মৃত্যুর কারণ জানা যায়‌নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।