ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বৃদ্ধকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অ‌ভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
বৃদ্ধকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অ‌ভিযোগ

ঝালকাঠি: পিকনিক অনুষ্ঠানে উচ্চ শব্দে গান-বাজনা বন্ধের অনুরোধ করায় ঝালকাঠির নলছিটি উপজেলায় আব্দুল জলিল হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অ‌ভিযোগ উঠেছে।

শুক্রবার (১ মার্চ) দিনগত রাতে উপজেলার মেরহার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জলিলের পরিবারের অভিযোগ, একই বাড়ির উজ্জত আলী হাওলাদারের ছেলে-মেয়েরা উঠানে পারিবারিক পিকনিকের আয়োজন করে।

রাতে উচ্চ শব্দে গান বাজানোতে তা কমাতে অনুরোধ করেন অসুস্থ জলিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই বাড়ির বাপ্পী, সবুজ, মিলন, আলমগীর ও আশিক বৃদ্ধ জলিলকে ধাক্কা দিয়ে ফেলে দেয় । এতে জলিল জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।  

শনিবার (২ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন এবং ওসি-তদন্ত আব্দুল হালিম তালুকদার।

ওসি সাখাওয়াত বাংলানিউজকে বলেন, বৃদ্ধ জলিল অনেকদিন যাবত অসুস্থ ছিলেন। তবে নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।