ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় পথচারী নিহত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের আমিন মোড়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইকের ধাক্কায় ইকবাল হোসেন (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (২ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। ইকবাল হোসেন শহরের বাঁশবাড়ি মহল্লার মৃত সিরাজের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের আমিন মোড়ে রাস্তায় ওঠার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবিদ হোসেন জানান, নিহত ব্যক্তি রংয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।