শনিবার (২ মার্চ) সকালে সদর থানা পুলিশের ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও সদর ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় তাদের দেহ তল্লাশি করে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক দম্পত্তি আব্দুর রশিদ ও আমেনা বেগমের বাড়ি কক্সবাজার এলাকায়। বাজারজাত করার জন্য তারা বাসে করে কক্সবাজার থেকে শনিবার সকালে পটুয়াখালীতে আসে। তাদের বাড়ি কক্সবাজারের মহেলখালীতে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, তাদের দেহ তল্লাশি করা দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়, পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি আরও বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলার বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে মাদক নিয়ন্ত্রণে অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
আরএ