ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে ইয়াবাসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
পটুয়াখালীতে ইয়াবাসহ দম্পতি আটক আটক দম্পতি। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালী শহরের চকবাজার এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পত্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ মার্চ) সকালে সদর থানা পুলিশের ইনচার্জ  মোস্তাফিজুর রহমান ও সদর ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন অভিযান চালিয়ে তাদের আটক করে।

এসময় তাদের দেহ তল্লাশি করে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক দম্পত্তি আব্দুর রশিদ ও আমেনা বেগমের বাড়ি কক্সবাজার এলাকায়। বাজারজাত করার জন্য তারা বাসে করে কক্সবাজার থেকে শনিবার সকালে পটুয়াখালীতে আসে। তাদের বাড়ি কক্সবাজারের মহেলখালীতে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, তাদের দেহ তল্লাশি করা দুই হাজার পিস ইয়াবা পাওয়া যায়, পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।  

তিনি আরও বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলার বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে মাদক নিয়ন্ত্রণে অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।