ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুরে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লাগানো মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
কমলাপুরে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লাগানো মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর কমলাপুরের রেলস্টেশনে একটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লেগে থাকা অবস্থায় অজ্ঞাতপরিচয় (৩০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ মার্চ) সকাল ৬টার দিকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বাংলানিউজকে জানান, সকালে চট্টগ্রাম থেকে তুর্ণা নিশিতা নামে ট্রেনটি ঢাকায় আসছিলো।

অজ্ঞাত ওই ব্যক্তি বনানী এলাকায় ওভারব্রিজের নিচে রেললাইন পার হওয়া সময় ওই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়। পরে ওই অবস্থায়ই ট্রেনটি কমলাপুরের রেলস্টেশনে পৌঁছানোর পরে ইঞ্জিনের সঙ্গে আটকানো অবস্থার সকাল ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।