ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা, কনের বাবার অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা, কনের বাবার অর্থদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে কনের বাবাকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (১ মার্চ) গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ দণ্ডাদেশ দেন। অর্থদণ্ডপ্রাপ্ত আব্দুল করিম উপজেলার বাগবাটি ইউনিয়নের বৈদ্য ধলডোব গ্রামের বাসিন্দা।

শুনিবার (২ মার্চ) দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার গভীর রাতে গোপনে বৈদ্য ধলডোব গ্রামের আব্দুল করিমের মেয়ে ও হামিন-দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সাদিয়া সুলতানার (১২) সঙ্গে একই উপজেলার ভেওয়ামাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মজনু মিয়ার (১৮) বিয়ের আয়োজন চলছিল।  

এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী ও বরপক্ষ কৌশলে পালিয়ে যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা আব্দুল করিমকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।  

পরে কনের বাবার কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা নেওয়া হয়েছে বলেও জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।