মৃত সুমন বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামে মণি হাওয়ালদারের ছেলে।
শনিবার (০২ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর ঘাট এলাকা থেকে মৃত জেলের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দুপুরের দিকে উপজেলার বাঙালির নদীর ফরিদপুর ঘাট এলাকায় বেড় জাল নিয়ে মাছ ধরতে নামেন সুমন কুমার ও তার সহযোগীরা। একপর্যায়ে সুমন মাছ ধরতে নদীতে ডুব দেন। এরপর তিনি আর ভেসে ওঠেননি। এসময় তার সহযোগীরা নদীর বিভিন্ন এলাকায় সুমনকে খুঁজতে থাকেন।
পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সুমনের সহযোগীদের সহায়তায় বাঙালি নদীর ফরিদপুর ঘাট এলাকা থেকে সুমনের মরদেহ উদ্ধার করেন।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শামীম রেজা বাংলানিউজকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এমবিএইচ/এএটি