শনিবার (২ মার্চ) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, একটি সন্তান শিক্ষিত হলে সে অপরাধ করতে পারে না, মাদকাসক্ত হতে পারে না, সন্ত্রাস করতে পারে না, দুর্নীতি করতে পারে না।
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক।
মন্ত্রী আরও বলেন, আসুন আমরা সবাই মিলে ভাল হই। আমি চাই জ্ঞানের প্রতিযোগিতা হোক। বিত্তের প্রতিযোগিতা হোক। সেই বিত্ত হবে বুদ্ধিবৃত্তির বিত্ত, দালানকোঠার বিত্ত নয়।
রেজাউল করিম বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য ও অভাবের কারণে একটি শিশুও যেন শিক্ষা থেকে ঝড়ে না পড়ে।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, জীবনকে বিকশিত করতে হলে শিক্ষার মাধ্যমে নিজেকে বিকশিত করতে হবে।
অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, দালানকোঠা করার দরকার নেই, বিনিয়োগ করুন সন্তানদের পেছনে, তাদের শিক্ষিত করুন।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
আরএ