ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

উগ্রবাদ নির্মূলে প্রয়োজন রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
উগ্রবাদ নির্মূলে প্রয়োজন রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার 'সহিংস উগ্রবাদ বিরোধী’ বিতর্ক প্রতিযোগিতায় ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকারের মেলবন্ধনে সমাজ থেকে সহিংস উগ্রবাদ নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শনিবার (২ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত 'সহিংস উগ্রবাদ বিরোধী’ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ আজ দেশ-জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক।

এটি একটি বৈশ্বিক সমস্যা, যা প্রতিরোধে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি সামাজিক অঙ্গীকারের প্রয়োজন।

রাজনৈতিক অঙ্গীকারের কারণে দ্রুত জঙ্গিবাদের বিস্তার প্রতিরোধ করা গেছে মন্তব্য করে তিনি বলেন, ডান-বাম বা ধর্মীয়সহ কোনো উগ্রবাদই এদেশের মানুষ গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। ঐক্যবদ্ধ অঙ্গীকারের কারণে আজ উগ্রবাদের শেকড় উপড়ে ফেলা সম্ভব হয়েছে।

অনেক উন্নত দেশও উন্নত প্রযুক্তি ব্যবহার করে জঙ্গিবাদ প্রতিরোধে বাংলাদেশের মতো এতো দ্রুত সফলতা অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, হলি আর্টিজানের ঘটনার পর গ্রামে, পাড়া-মহল্লায় সহিংস উগ্রবাদের বিরুদ্ধে যে ঐক্যমত তৈরি হয়েছে তা সম্ভব হয়েছে রাজনৈতিক পদক্ষেপ ও সামাজিক সচেতনতার কারণে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার পাশাপাশি থাকলে আমরা সমাজ থেকে সহিংস উগ্রবাদকে সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হবো।

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসা ও লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থীরা। দু’পক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারকরা লালমাটিয়া মহিলা কলেজের বিতার্কিদের বিজয়ী ঘোষণা করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।