শনিবার (২ মার্চ) দুপুরে চারাবাগ মোড়ের পূর্ব পাশের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মলিনা পাবনা জেলার চাদমহর থানার সাইদুল ইসলামের মেয়ে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে ওই নারী। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
জিপি