শনিবার (২ মার্চ) সকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে বাসা থেকে বের হয়ে কৃষ্ণকাঠি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জালাল।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক জাকির হোসেনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এমএস/আরবি/