ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হরিরামপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, মার্চ ২, ২০১৯
হরিরামপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফরিদ হোসেন (২২) নামে এক কলেজছাত্র মৃত্যু হয়েছে।

শনিবার (০২ মার্চ) দুপুরে উপজেলার খেরুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ ঢাকার তিতুমীর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও শিবালয় উপজেলার জগদিয়া গ্রামের কুপাত আলীর ছেলে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফরিদ তার চাচাতো ভাই আকাশকে নিয়ে উপজেলার বাল্লা এলাকায় বেড়াতে যায়।

সেখান থেকে ফেরার পথে দুপুরের দিকে খেরুপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফরিদের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় আকাশকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদের মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
কেএসএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।