শনিবার (০২ মার্চ) দুপুরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মুন্সীকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। করিমন একই ইউনিয়নের কাচাই মুন্সীরকান্দি গ্রামের মৃত আনেছ ঢালীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল কাদের শেখের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই চার পাশে আগুন ছড়িয়ে পরলে কাদের শেখের বসতঘরসহ চারটি ঘর ও দু’টি গরু আগুনে পুড়ে যায়। এসময় করিমন বিবি নামে ওই বৃদ্ধা ঘর থেকে বের হতে না পারায় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
কাদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, এলাকাবাসী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে করিমন বিবি নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জানান।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এসআরএস