শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর মোহনায় টুঙ্গিবাড়িয়া খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলো- টুঙ্গিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী অনামিকা (১৩), সুমাইয়া আক্তার (১৫), এনি আক্তার (১৩), মারিয়া (১৫) ও সানজিদা আক্তার (১৪)।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বাংলানিউজকে জানান, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা বাড়ি ফেরার উদ্দেশে একটি নৌকায় করে নদী পার হচ্ছিল। এসময় ভোলা থেকে আসা একটি যাত্রীবাহী স্পিডবোটের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি নদীতে ডুবে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে অপর একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। ফলে কোনো শিক্ষার্থীর প্রাণহানী কিংবা নিখোঁজের খবর পাওয়া যায়নি। তবে সাতজন শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদের মধ্যে পাঁচজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই মামুন বলেন, নৌকায় থাকা শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ার একমাত্র যোগাযোগ ব্যবস্থা হচ্ছে নৌপথ। নৌকা করেই তারা প্রতিদিন স্কুলে আসা-যাওয়া করছিল। প্রতিদিনের মতো শনিবার ১৫/২০ জন শিক্ষার্থী নৌকায় করে নদী পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এমএস/আরবি/