সংকটাপন্ন এইসব ভাষা রক্ষার জন্য ১৩টি নৃ-গোষ্ঠী ও ১১টি ভাষাভাষীর মানুষের বসবাস মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ভাষা উৎসব। কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং কমলগঞ্জ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এ উৎসবের আয়োজন করে৷
শনিবার (২ মার্চ) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ভাষা উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।
পরে সকাল সাড়ে ১১টায় শোভাযাত্রা শেষে দিনব্যাপী ভাষাতাত্ত্বিক আলোচনা ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কমলগঞ্জের ভাষা বৈচিত্র্য ও ভাষাসংগ্রামী মো. ইলিয়াস জীবন ও কর্ম নামের দুইটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কমলগঞ্জের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চট্টগ্রাম ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, শমশেরনগর সোজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এনটি