ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভোটে মানুষের আগ্রহ কমিয়েছে বিতর্কিত নির্বাচন: ড. বদিউল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
ভোটে মানুষের আগ্রহ কমিয়েছে বিতর্কিত নির্বাচন: ড. বদিউল বক্তব্য রাখছেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ছবি: অনিক খান

ময়মনসিংহ: গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে জানিয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, বিতর্কিত নির্বাচনের কারণে মানুষের ভোটে আগ্রহ কমেছে। ভোট নিয়ে মানুষের মধ্যে চরম অনাগ্রহ ও অনাস্থার সৃষ্টি হয়েছে।

শনিবার (০২ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সুজনের আঞ্চলিক পরিকল্পনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রীয় সংস্থাগুলো দলীয়করণ ও পক্ষপাতদুষ্ট হওয়ার কারণে কার্যকারিতা হারিয়েছে বলেও মন্তব্য করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

সুজন ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক ইয়াজদানী কোরায়শীর সভাপতিত্বে ওই সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুজন সমন্বয়ক দিলীপ কুমার সরকার, ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, শেরপুর জেলা সাধারণ সম্পাদক শওকত আলী, কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।