শনিবার (০২ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সুজনের আঞ্চলিক পরিকল্পনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রীয় সংস্থাগুলো দলীয়করণ ও পক্ষপাতদুষ্ট হওয়ার কারণে কার্যকারিতা হারিয়েছে বলেও মন্তব্য করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
সুজন ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক ইয়াজদানী কোরায়শীর সভাপতিত্বে ওই সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুজন সমন্বয়ক দিলীপ কুমার সরকার, ময়মনসিংহ মহানগর কমিটির সভাপতি অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, শেরপুর জেলা সাধারণ সম্পাদক শওকত আলী, কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এমএএএম/এএটি