ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা আমিনুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
মুক্তিযোদ্ধা আমিনুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলা সাবেক কমান্ডার আমিনুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২ মার্চ)  বাদ জোহর ছোট রাউতা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে ডোমার থানা পুলিশের একটি চৌকস দল সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রহিমের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অর্নার দেওয়া হয়।

 

শুক্রবার (১ মার্চ) রাত ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। তিনি এক ছেলে, তিন মেয়ে, স্ত্রী, সাতজন নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।  

নামাজে জানাজায় শেষে জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ফাতিমা ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

এছাড়া জানাজায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা কমান্ডার নুরননবী, সাবেক কমান্ডার আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম রিমুন, ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু প্রমুখ।  

ছোট রাউতা ময়দানপাড়া এলাকার মৃত কাশেম আলীর প্রথম সন্তান বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান। তিনি কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজার রহমান বাবুর পিতা।

জীবদ্দশায় পরিসংখ্যান কর্মকর্তা হিসাবে কর্মরত থেকে অবসরে যান। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।