কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. এরশাদ উকিল বাংলানিউজকে জানান, ৮/১০ বছর আগে কালীগঞ্জ উপজেলার মুনসেফপুর এলাকার ধরনী চন্দ্র দাসের ছেলে রনি দাসের সঙ্গে একই উপজেলার উলুখোলা এলাকার গোপাল চন্দ্র দাসের মেয়ে মুক্তি রানী দাসের বিয়ে হয়।
মুক্তি রানী দাস কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মকর্ত ছিলেন।
শনিবার (২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে স্বামীর বাড়িতে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় উড়না পেচানো অবস্থায় মুক্তি রানী দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা গোপাল চন্দ্র দাস বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নিহতের স্বামী রনি দাস ও শাশুড়ী নিলিমা দাসকে আসামী করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামী রনি দাসকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
আরএস/এসআইএস