ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে শরীয়তপুরের জহির নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে শরীয়তপুরের জহির নিহত ছুরিকাঘাতে নিহত

শরীয়তপুর: দক্ষিণ আফ্রিকার কেপটাউনে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শরীয়তপুরের  জহিরুল ইসলাম হাওলাদা (৪৬) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শনিবার ( ২মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৩ টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনার কিছুক্ষণ পর নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুরে এ খবর পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের লোকজন আহাজারী করতে থাকেন।

জহিরুল ইসলাম শরীয়তপুর সদর উপজেলার মাহামুদপুর এলাকার মৃত সাদেক হাওলাদারের ছেলে।

নিহতের স্ত্রীর বড় ভাই বাবু বিষয়টি নিশ্চিত করে বলেন, জীবিকার প্রয়োজনে প্রায় ১৫ বছর আগে আফ্রিকায় পাড়ি জমান জহির। পরে তিনি দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। প্রতিদিনের মতো শনিবার নিজ প্রতিষ্ঠানে কাজ করছিলেন জহির। এসময় সন্ত্রাসীরা এসে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় জহিরকে ছুরি দিয়ে আঘাত করা হয়।

পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা জহিরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জহিরের মরদেহ বর্তমানে স্থানীয় একটি থানায় রয়েছে।

মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন নিহতের পরিবার।

বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
এসআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।