রোববার (৩ মার্চ) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোসলেমের বাড়ি নওগাঁ জেলার পোরশা উপজেলার মহাডাঙ্গা গ্রামে।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, সকালে রহনপুর থেকে ছেড়ে আসা পিকনিকের একটি বাস বড়দাদপুর এলাকায় এসে একটি ভ্যানকে চাপা দেয়। এসময় ভ্যানে থাকা মোসলেম ঘটনাস্থলেই মারা যান। এতে ভ্যানচালক আহত হন। আহত ভ্যানচালকের নাম জানা যায়নি। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসআই