রোববার (০৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী সরকারি মহিলা কলেজ এলাকায় ট্রাকের উপরের তার সরাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ার হোসেনের বাড়ী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়।
বাংলানিউজকে স্থানীয়রা জানায়, সকালে একটি ট্রাকে করে ফার্ণিচার নিয়ে আসছিলেন আনোয়ার। পথে মহিলা কলেজ এলাকায় সড়কের ওপরে থাকা বিদ্যুতের তার ট্রাকের সঙ্গে লাগতে পারে ভেবে, তা হাত দিয়ে সরানোর চেষ্টা করেন আনোয়ার। এসময় বিদ্যুতের তার আনোয়ারের গলায় পেঁছিয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসাপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এমএমইউ