তেজগাঁওয়ে রেললাইন সংলগ্ন বস্তি। ছবি: বাংলানিউজ
ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে রেললাইন সংলগ্ন এলাকার বস্তি উচ্ছেদ অভিযান চলাকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের তিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (৩ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, তেজগাঁও রেল লাইন সংলগ্ন এলাকায় উচ্ছেদের সময় একটি ময়লার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে আগুন উচ্ছেদকৃত বস্তির পরিত্যক্ত অংশে ছড়িয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২ টা ৩১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি ডিউটি অফিসার কামরুল।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
পিএম/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।