রোববার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠক শেষে তাকে হস্তান্তর করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বাংলানিউজকে জানান, রোববার বেলা ১১টার দিকে মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি-বিজিপির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে নাইক্ষ্যংছড়ির ভালুখাইয়া বিওপির সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক সেনা সদস্য অং বো থিনকে বিজিপির কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের পক্ষে বিজিবির ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিজিপির ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেউ উইং লিং।
গত ২৪ জানুয়ারি নাইক্ষ্যংছড়ির ভালুখাইয়া বিওপির সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের পর আটক করা হয় মিয়ানমার সেনা সদস্য অং বো থিনকে।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
আরএ