রোববার (৩ মার্চ) ভোরে মোরেলগঞ্জ উপজেলার হোগলপাতি গ্রামে মিজানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মিজান ওই গ্রামের আব্দুল জব্বার খানের ছেলে।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজ আফজালের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল ভোরে মিজানের বাড়িতে অভিযান চালায়। এসময় একটি শ্যুটার গানসহ মিজানকে গ্রেফতার করা হয়। মিজানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসআই