ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাঁদতে কাঁদতে হাসপাতালে কাদেরপত্নী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
কাঁদতে কাঁদতে হাসপাতালে কাদেরপত্নী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: কাঁদতে কাঁদতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) প্রবেশ করেছেন চিকিৎসারত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের। এসময় তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরা ছিলেন। 

রোববার (৩ মার্চ) দুপুর ২টায় বিএসএমএমইউ'তে প্রবেশ করেন  ইসরাতুন্নেসা। তবে এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি ও তার পরিবার।

এর আগে ওবায়দুল কাদেরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন  বিএসএমএমইউ'র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসান।  

তিনি বলেন, ২৪ থেকে ৭২ ঘণ্টার আগে কিছুই বলা যাবে না। প্রতিনিয়ত উনার শারীরিক অবস্থার উন্নতি ও একইসঙ্গে অবনতিও ঘটছে।

এর আগে রোববার ফজরের নামাজের পর হঠাৎ শ্বাসপ্রশ্বাসে সমস্যা হলে ওবায়দুল কাদেরকে দ্রুত বিএসএমএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ও পরে তাকে  করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
এমএএম/ডিএসএস/এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।