রোববার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে ওই ইউনিয়নের বটতলা এলাকায় বৃদ্ধের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা।
নিহতের পারিবারিক সূত্র জানায়, রজব আলী দীর্ঘদিন ধরে প্যারালাইজড আক্রান্ত হয়ে কর্মহীন হয়ে পড়েন। বিষয়টি নিয়ে তিনি সবসময় নিজেকে পরিবারের বোঝা ভেবে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। এর আগেও বেশ কয়েকবার আত্মহননের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। এবার বিষয়টি কারো দৃষ্টিতে না আসায় ফাঁকা ঘর পেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন রজব আলী।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন বাংলানিউজকে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসআরএস