রোববার (৩ মার্চ) সকালে উপজেলার ছত্রকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামিউল মোল্লা উপজেলার ওই গ্রামের সেকেন্দার মোল্লার ছেলে।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, সামিউল তার বাড়ির সামনের সবজি ক্ষেতে বিদ্যুৎচালিত মোটর দিয়ে সেচ দিচ্ছিলেন। এসময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রেমানন্দ মণ্ডল জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
আরএ