ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল’

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল’

জবি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ধীরে ধীরে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলেছে, যা আগামীতে আরো পাকাপোক্ত হবে। 

রোববার (০৩ মার্চ) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক’ মহড়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ ও নানা ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

এ সমস্যাগুলো অতিক্রম করেই আমাদের জীবন অতিবাহিত করতে হয়, সামনের দিকে এগিয়ে যেতে হয়। ধীরে ধীরে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল হিসেবে নিজেদের অবস্থান গড়ে তুলেছে।  

তিনি বলেন, এসব দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় সরকার গুরুত্বের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সেইসঙ্গে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আশার বিষয় হলো বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে অধ্যায়ন করানো হচ্ছে, গবেষণা করা হচ্ছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে অনেক শিক্ষার্থী ইন্টার্নশিপ করছে। এসব শিক্ষার্থীরা প্রশিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশের দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপরারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান প্রমুখ।  

এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও ভাষা শহীদ রফিক ভবন এলাকায় ‘ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনামূলক’ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ‘বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ বিশেষজ্ঞ প্রশিক্ষক দল অংশ নেয়। প্রশিক্ষণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের ক্যাডেটরা অংশ নেয়।  

এসময় দুর্ঘটনা ঘটলে কিভাবে দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন করা যায়, বাস্তবে কিভাবে আগুন নেভানো হয় ও তার বিভিন্ন কলাকৌশল, ভূমিকম্পের সময় নিজেদের জানমাল রক্ষায় করণীয় বিষয়ে বিভিন্ন কৌশল, হতাহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া ইত্যাদি বিষয়ে মহড়ায় প্রশিক্ষণ দেয়া হয়।
 
জানা যায়, দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের মহড়া পরিচালনার ব্যাপারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এ কার্যক্রমের শুরু করা হলো।  

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
কেডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।