ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বিআইডব্লিউটিসি'র ‘পিএস মাহসুদ’ বিকল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
বরিশালে বিআইডব্লিউটিসি'র ‘পিএস মাহসুদ’ বিকল স্টিমার পিএস মাহসুদ (ফাইল ফটো)

বরিশাল: ঢাকা থেকে মোড়লগঞ্জ যাওয়ার পথে বরিশাল নদী বন্দরে বিকল হয়ে পড়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) যাত্রীবাহী স্টিমার ‘পিএস মাহসুদ’।

স্টিমারের যাত্রী ও স্টাফদের দেওয়া তথ্যানুযায়ী রোববার (০৩ মার্চ) ভোরে বরিশাল নদী বন্দরে পৌঁছার পরে ইঞ্জিনের কুলার লিক হয়ে যান্ত্রিক-ত্রুটির কবলে পড়ে ৯ দশকের পুরানো পিএস মাহসুদ।

স্টিমারটি বাগেরহাটের মোড়লগঞ্জের উদ্দেশে যাওয়ার কথা থাকলেও পথিমধ্যেই বিকল হয়ে যায়।

পরবর্তীতে সাতটি স্টপেজের যাত্রীদের নামিয়ে দিয়ে তাদের গন্তব্যের ভাড়া ফেরত দেওয়া হয়।

বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, মোড়লগঞ্জসহ অন্যান্য স্থানের যাত্রীদের বরিশাল নদীবন্দরেই নেমে যাওয়ার অনুরোধ জানালে তারা নেমে যান। পাশাপাশি তাদের গন্তব্যের ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।

এছাড়া ইঞ্জিনের কুলার ঠিক করা জন্য স্টিমারটি ওয়ার্কশপে পাঠানো হয়েছে। আশা করি সোমবার (০৪ মার্চ) বিকেলে বরিশাল থেকে স্টিমারটি ঢাকার উদ্দেশে রওয়ানা দিতে পারবে।

বাংলা‌দেশ সময়: ১৫৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।