ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
নাটোরে ফেনসিডিলসহ বিক্রেতা আটক ফেনসিডিলসহ আটক মেহেদী হাসান

নাটোর: নাটোরে ফেনসিডিলসহ মেহেদী হাসান (২৪) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (০৩ মার্চ) দুপুরে শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেদী নওগাঁর বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে।

র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহ্‌রীয়ার এ তথ্য নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি জানান, গোপন সংবাদে দুপুরে ওই এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে মেহেদীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।