রোববার (০৩ মার্চ) দুপুরে শহরের স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মেহেদী নওগাঁর বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে।
র্যাব-৫, রাজশাহী, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহ্রীয়ার এ তথ্য নিশ্চিত করেন।
বাংলানিউজকে তিনি জানান, গোপন সংবাদে দুপুরে ওই এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে থেকে মেহেদীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসআরএস