ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল পুলিশ সদরদফতর পরিদর্শনে এনডিসি প্রতিনিধিদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
বরিশাল পুলিশ সদরদফতর পরিদর্শনে এনডিসি প্রতিনিধিদল বরিশাল পুলিশ সদরদফতর পরিদর্শনে এনডিসি প্রতিনিধিদল, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদরদফতর পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্সের(এনডিসি) অভ্যন্তরীণ শিক্ষা সফরের অংশ হিসেবে ব্রিগ্রেডিয়ার জেনারেল ও যুগ্ম-সচিব মর্যাদার প্রতিনিধিরা।

রোববার (০৩ মার্চ) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এইদিন সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দফতর পরিদর্শনে আসেন এনডিসি প্রতিনিধিদল।

যেখানে মেজর জেনারেল মো. মোশফেকুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশসহ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া ও শ্রীলংকাসহ মোট ২৫ জন ব্রিগ্রেডিয়ার জেনারেল ও যুগ্ম-সচিব মর্যাদার প্রতিনিধিরা।

কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মোশারফ হোসেনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের অবকাঠামো, সফলতা, ভবিষ্যত কর্মপরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ডকুমেন্টারি উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।

প্রতিনিধিরা প্রশ্ন-উত্তর পর্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন ও তাদের মূল্যবান মতামত দেন। অতিথিরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের আতিথেয়তায় মুগ্ধ হন ও তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভা শেষে এনডিসি প্রতিনিধিদল এবং বিএমপি’র কর্মকর্তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।

বাংলা‌দেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।