জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (০৩ মার্চ) সম্পদ বড়ুয়ার চুক্তির মেয়াদ বৃদ্ধি করে আদেশ জারি করেছে।
আদেশে বলা হয়েছে, আগামী ৫ মার্চ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধিপূর্বক রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব হিসেবে পদায়ন করা হলো।
এ চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে আগের চুক্তিপত্রের শর্ত অপরিবর্তিত রেখে ফের সরকারে সঙ্গে চুক্তিপত্র সম্পন্ন করতে হবে বলেও আদেশে বলা হয়।
২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি সম্পদ বড়ুয়াকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি রাষ্ট্রপতির একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপতির সচিব থাকাকালে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি তাকে ভারপ্রাপ্ত সচিব করা হয়। ২০১৬ সালের ১২ মে তাকে রাষ্ট্রপতির সচিব করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এমআইএইচ/জেডএস