ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে মৌমাছির আক্রমণে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
নীলফামারীতে মৌমাছির আক্রমণে কৃষকের মৃত্যু

নীলফামারী: নীলফামারীতে এক ঝাঁক মৌমাছির আক্রমণ ও কামড়ে আব্দুর রহিম শাহ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (০৩ মার্চ) সকালে জেলা সদরের সোনারায় গ্রামে এ ঘটনা ঘটে। রহিম ওই গ্রামের মৃত সরিতুল্ল্যাহ শাহের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাথায় লাল রঙের গামছা পেঁচিয়ে নিজ বাড়ির অদূরে ফসলি জমিতে কাজ করছিলেন রহিম। হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে শতশত মৌমাছি তাকে আক্রমণ করে কামড়িয়ে চলে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদ আলম।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।