রোববার (০৩ মার্চ) সকালে জেলা সদরের সোনারায় গ্রামে এ ঘটনা ঘটে। রহিম ওই গ্রামের মৃত সরিতুল্ল্যাহ শাহের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাথায় লাল রঙের গামছা পেঁচিয়ে নিজ বাড়ির অদূরে ফসলি জমিতে কাজ করছিলেন রহিম। হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে শতশত মৌমাছি তাকে আক্রমণ করে কামড়িয়ে চলে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদ আলম।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসআরএস