রোববার ( ৩ মার্চ) দুপুরে উপজেলার হাতিখানা এলাকার থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।
আব্দুস সাত্তার একই এলাকার বাসিন্দা।
জানা যায়, শনিবার (০২ মার্চ) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। রোববার দুপুরে এলাকার একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া ছাড়াই মরদেহটির দাফন সম্পন্ন করা হয়।
সৈয়দপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজগার আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত বলেন, ওই বৃদ্ধ একজন মদ্যপায়ী ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসআরএস