ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

অবশেষে চালু হচ্ছে লক্ষ্মীপুর-ঢাকা রুটে লঞ্চ সার্ভিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
অবশেষে চালু হচ্ছে লক্ষ্মীপুর-ঢাকা রুটে লঞ্চ সার্ভিস লক্ষ্মীপুর-ঢাকা রুটের লঞ্চ (ফাইল ফটো)

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের সঙ্গে নৌরুটে ঢাকার যোগাযোগ সহজ হতে চলেছে। এবার লক্ষ্মীপুর থেকে সরাসরি ঢাকার উদ্দেশে লঞ্চ ছেড়ে যাবে।

রোববার (০৩ মার্চ) রাত ৯ টার দিকে নৌ ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. কবির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মের্সাস লক্ষ্মী বাজার শিপিং করপোরেশনের এমভি বোগদাদীয়া-৮ (এম-৬৮২২) ৩১ মার্চ পর্যন্ত সাময়িকভাবে চলাচল করবে।

লঞ্চটি প্রতিদিন রাত ১০ টায় সদরঘাট থেকে ছাড়বে। একই লঞ্চ দুপুর ১২ টায় লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল বলেন, বিগত দিন লক্ষ্মীপুরবাসী চাঁদপুর থেকে নৌ-পথে লঞ্চযোগে ঢাকায় যাতায়াত করতেন। লক্ষ্মীপুর থেকে সরাসরি ঢাকায় লঞ্চ সার্ভিস চালু হওয়ার মাধ্যমে দুর্ভোগ কমবে, সময় বাচঁবে ও যোগাযোগ আরও সহজ হবে। খুব শিগগিরই লঞ্চ সার্ভিস উদ্বোধন করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
এসআর/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।