ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নভীন’স অ্যারোমা অ্যাওয়ার্ড পেলেন অরুণা বিশ্বাসসহ ১০ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
নভীন’স অ্যারোমা অ্যাওয়ার্ড পেলেন অরুণা বিশ্বাসসহ ১০ জন

ঢাকা: সফল উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য কর্মক্ষেত্রে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে ১০ নারীকে ‘আলোর দিশারী’ ও ‘অদ্বিতীয়া’ শীর্ষক দু’টি ক্যাটাগরিতে ‘নভীন’স অ্যারোমা নারী স্বাধীনতা অ্যাওয়ার্ড ২০১৯’ দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- অভিনেত্রী অরুণা বিশ্বাস, নারী উদ্যোক্তা ও সমাজসেবী তাহেরা ওয়াহিদ, নাজমা মাসুদ পারুল, ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার, টেবিল টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট জোবেরা রহমান নিলু, আইনজীবী এলিনা খান, চলচ্চিত্র নির্মাতা শাহনেওয়াজ কাকলী, সাংবাদিক ফারজানা শোভা, মহসিন লাইজু ও লাবণ্য লিপি।

রোববার (৩ মার্চ) রাজধানীর বনানীর নটরডেম ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ ১০ জনের হাতে সম্মাননা তুলে দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানটির আয়োজন করে আমিনা হক ফাউন্ডেশন।

ফরিদা ইয়াসমিন বলেন, এই অনুষ্ঠান বড় কোনো অনুষ্ঠান নয়, তবে এর ব্যাপকতা অনেক। এখানে যে ১০ নারীকে সম্মাননা জানানো হয়েছে, তারা প্রত্যেকেই গুণী, প্রত্যেকে প্রতিষ্ঠিত। সবচেয়ে বড় কথা আজকের এই জায়গায় আসতে তাদের অনেক ঝড়-ঝঞ্ঝাট পেরিয়ে আসতে হয়েছে।

তিনি বলেন, আমাদের সমাজে এখন নারী শুধু ঘরের কাজ করে পড়ে থাকেন তা নয়, তারা বাইরের কাজও সামলাচ্ছেন। নারীরা তাদের কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করে সফল হচ্ছেন।

জাতীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক বলেন, নারীরা বৈরী সমাজে, বৈরী পরিবেশে কাজ করে এগিয়ে যাচ্ছেন। এজন্য নারীদের মধ্যে সম্মিলিত শক্তির প্রয়োজন আছে। তাই নারীদের নেটওয়ার্কিং গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের সভাপতি নভীন’স অ্যারোমার পরিচালক আমিনা হক বলেন, কর্মক্ষেত্রে এদেশের নারীরা সমাজের নানা বাধা অতিক্রম করে, নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাচ্ছেন নিজ যোগ্যতায়। যারা আমাদের সমাজে আলোর দিশারী হিসেবে যুগে যুগে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন এবং সমাজের বিভিন্ন কর্মক্ষেত্রে নারীরা যেন নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে উদ্যোগী হন, তাদের অনুপ্রেরণার জন্য এই সম্মাননা আয়োজন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫ এর চেয়ারম্যান মহসিন রেজা।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এসএমএকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।