ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে আন্দোলনরত তিন শিক্ষার্থীকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
নরসিংদীতে আন্দোলনরত তিন শিক্ষার্থীকে কুপিয়ে জখম

নরসিংদী: নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষের ‘পদত্যাগের’ প্রতিবাদে আন্দোলনরত তিন শিক্ষার্থীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। তবে আন্দোলনের সঙ্গে ঘটনাটির কোনো সম্পর্ক নেই মনে করছে পুলিশ।

রোববার (৩ মার্চ) সন্ধ্যায় কলেজের বাসাইল ছাত্রাবাসের সামনে তিন শিক্ষার্থীকে কোপানো হয়। আহতদের মধ্যে একজনকে মুমুর্ষ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

তিন শিক্ষার্থী হলেন- তৌফিক (১৮), মহসিন মিয়ার ছেলে পলাশ (১৭) ও জুয়েল ভূইয়ার ছেলে রানা (১৯)।  

আবদুল কাদির মোল্লা সিটি কলেজের বাংলা বিভাগের শিক্ষক আনিসুর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় তিন শিক্ষার্থী ছাত্রাবাসে যাওয়ার পথে কিছু দুর্বৃত্ত অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই তিনজনকে জখম করে দুর্বৃত্তরা। পরে তিনজনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে পলাশের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, আন্দোলনের সময় কিছু বহিরাগত যুবক ছাত্রীদের ছবি তুলছিলো এবং ইভটিজিং করছিলো। এ কারণে বহিরাগতদের সঙ্গে ছাত্রদের কথা কাটাকাটি হয়। আমরা ধারণা করছি, ওই ঘটনার জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

তবে নরসিংদী সদর মডেল থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, আন্দোলনের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই। আমরা যতটুকু জেনেছি তা ভিন্ন বিষয়। আহতদের সঙ্গে বাইরের ছেলেদের কিছু সমস্যা ছিল। এসবের জেরে এই ঘটনা।

এর আগে, কলেজের মালিকপক্ষের সঙ্গে মতবিরোধের জেরে অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা পদত্যাগ করেন। এ ঘটনায় শিক্ষার্থীরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নরসিংদী জেলা ট্রাকচালক সমিতির ট্রাকচালকরাও মহাসড়কে এলোমেলোভাবে ট্রাক রেখে বিক্ষোভ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে অবশ্য কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার অনুরোধে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে যান।

বাংলাদেশ সময়: ০২৫৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।