রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ-রঘুনাথপুর আঞ্চলিক সড়কের রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তরিকুল ইসলাম জেলা শহরের নিচুপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, তরিকুল তার বন্ধু হীরাকে নিয়ে মোটরসাইকেলে করে রঘুনাথপুর এলাকার বুড়ির মার বটতলা যাচ্ছিলেন। আঞ্চলিক সড়ক থেকে বুড়ির মার বটতলার সড়কে নামার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের চালক তরিকুল ও হীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফজলুর করিম বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার আগেই তরিকুল ইসলামের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এইচএ/