ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গোমস্তাপুরে ৭ হাজার ফেনসিডিলসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
গোমস্তাপুরে ৭ হাজার ফেনসিডিলসহ বিক্রেতা আটক ফেনসিডিলসহ আটক মসিদুল হক। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নিমতলা থেকে সাত হাজার বোতল ফেনসিডিল ভর্তি ট্রলিসহ মসিদুল হক (২৪) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা।

সোমবার (০৪ মার্চ) সকাল সোয়া ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ।

তিনি জানান, গোপন সংবাদে ভোর সাড়ে ৩টার দিকে নিমতলা কাঁঠাল মাদ্রাসা মোড়ে অভিযান চালায় র‌্যাব।

এসময় একটি ট্রলি তল্লাশি করে সাত হাজার বোতল ফেনসিডিলসহ মসিদুলকে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক গ্রামের মৃত রজবুল আলীর ছেলে।

এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি একই ব্যক্তিকে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ আটক করেছিল র‍্যাব-৫।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯/আপডেট: ১৪৪০ ঘণ্টা
আরএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।