ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হরকাতুল জিহাদের (হুজি) দুইজনসহ ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করেছে মহানগর পুলিশ গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।
রোববার (৩ মার্চ) দিনগত রাতে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, দুই হুজি সদস্যসহ ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, ৪১ রাউন্ড গুলি ও ১০ কেজি গান পাওডার উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) দুপুর ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিসি মাসুদুর।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
পিএম/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।