ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সবশেষ অবস্থা পর্যবেক্ষণে হাসপাতালে সিঙ্গাপুরের টিম

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৯
সবশেষ অবস্থা পর্যবেক্ষণে হাসপাতালে সিঙ্গাপুরের টিম সিঙ্গাপুরের চিকিৎসকরা বিএসএমএমইউতে/ছবি: বাংলানিউজ

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থার পর্যবেক্ষণে আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসেছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে আসা চার চিকিৎসক।

সোমবার (০৪ মার্চ) সকালে তারা বিএসএমএমইউতে প্রবেশ করেন। এ দলে রয়েছেন হৃদরোগ বিষয়ে অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন সাধারণ চিকিৎসক ও দু'জন নার্স।

   

বিএসএমএমইউ সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের এ চিকিৎসক দলটি ওবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন। পর্যবেক্ষণ শেষে তারা বিএসএমএমইউ'র চিকিৎসকদের সঙ্গে বোর্ড মিটিংয়ে বসবেন।  

এ বিষয়ে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন বাংলানিউজকে বলেন, সিঙ্গাপুর থেকে আসা টিমটি ওবায়দুল কাদেরের সবশেষ শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছেন। এ বিষয়ে বিস্তারিত সকাল ১১টায় একটি সংবাদ ব্রিফিং এর মাধ্যমে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এমএএম/এজেডএস/ইএআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।