সোমবার (৪ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর হাজারীবাগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলী থেকে বাবুবাজারগামী সেন্ট্রাল পরিবহনের (গাড়ি নং- ১১৫৬৮৯) একটি বাস বেপরোয়াভাবে চালানোর প্রতিবাদ করেন জবির ১১ তম ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী অংকুর।
এদিকে শিক্ষার্থীকে মরধরের ঘটনার প্রতিবাদে বাবুবাজার ব্রিজ এলাকায় তিনটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ সাধারণ যাত্রীরা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এএসপি) মো. বদরুল হাসান বাংলানিউজকে বলেন, আমরা সেন্ট্রাল পরিবহনের মালিককে বিষয়টি জানিয়েছি। তারা থানায় আসছে। তারা ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মামলা করতে চায় তাহলে করতে পারবে।
এ বিষয়ে জবির প্রক্টর নূর মোহাম্মদ বাংলানিউজকে বলেন, আমি বিষয়টি এখনো জানি না। এখন একটি সেমিনারে আছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
কেডি/আরআইএস/